মেট্রোরেল চলাচলের সময় বাড়ল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ১২:১৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:১৪ PM
বর্তমানে মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে। আধা ঘন্টা বাড়িয়ে সাড়ে ৮টা পর্যন্ত করা হয়েছে। এমআরটি পাস ও র্যাপিড পাসধারী যাত্রীদের জন্য রাত ৮টার পরও দুইটি ট্রেন চলাচল করবে।
গতকাল মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে আগামী ৮ জুলাই শনিবার থেকে ২টি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত ৮টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ৩০ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা করবে। প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই মেট্রোট্রেন দুইটিতে শুধু এমআরটি পাস ও র্যাপিড পাস দিয়ে ব্যবহার করে যাতায়াত করা যাবে। এই মেট্রো ট্রেন দুটিতে সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।
আরও পড়ুন: হিজড়া জনগোষ্ঠীর পৃথক শিক্ষা প্রতিষ্ঠান ও ভাতার দাবিতে আইনি নোটিশ
আরও বলা হয়েছে, এই ৩০ মিনিট ব্যতীত গত ১৯ জুন তারিখে জারিকৃত সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এর আগে গত বছর ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর শুরুতে আগারগাঁও থেকে উত্তরা দিনে চার ঘণ্টা চলাচল করত মেট্রোরেল। সকাল ৮টা থেকে দুপুর ১২টা থেকে পরবর্তীতে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়। এরপর আস্তে আস্তে সময় বাড়িয়ে রাত আটটা পর্যন্ত করা হয়।
জুলাই মাস হতে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল। এ সম্পর্কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, জুলাই মাসে প্রতিদিন ফজরের সময় (ভোর) থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।