মায়ের হাতের স্যুপ খাওয়া হলো না ইলমার

০৪ জুলাই ২০২৩, ০৯:০৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
মায়ের সাথে ইলমা জাহান

মায়ের সাথে ইলমা জাহান © সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্রী ইলমা জাহান। মারা যাওয়ার আগে মায়ের হাতের রান্না করা স্যুপ খেতে চেয়েছিলেন তিনি।

জানা গেছে, ঈদুল আজহার দিন ইলমার জ্বর আসে। শনিবার (১ জুলাই) রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে তার। পরদিন রোববার রক্তের প্লাটিলেট কমে গেলে তাকে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় ইলমার।

ইলমার বাবা ইকবাল কবির গণমাধ্যমকে জানান, রবিবার নিজেই হেঁটে বাসা থেকে নেমে গাড়িতে উঠেছিল ইলমা। গাড়ি থেকে নেমে নিজেই হেঁটে হাসপাতালে উঠল। সকালে খিদে লেগেছে বলার পর নার্স স্যুপ দিতে চেয়েছিলেন। মেয়ে তার মা স্যুপ নিয়ে আসবে জানিয়ে হাসপাতালের স্যুপ খেতে চায়নি। আমি হাসপাতালের ক্যানটিন থেকে স্যুপ এনে খাওয়াই, বলি মা আনার পর আবার খেয়ো। কিন্তু মেয়ে মায়ের হাতের স্যুপ আর খেতে পারল না। মা স্যুপ নিয়ে আসতে আসতেই মেয়েটা চলে গেল।

তিনি আরও বলেন, ইলমার মা যখন হাসপাতালে খাবার নিয়ে আসেন, ততক্ষণে সব শেষ। কিন্তু ওই মুহূর্তে মেয়ে নেই এই খবর মেয়ের মাকে জানানো সম্ভব ছিল না। তাঁকে জানানো হয়, মেয়ের চিকিৎসার জন্য অন্য জায়গায় নেওয়া হয়েছে। দুজন আত্মীয়ের সঙ্গে মেয়ের মাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে দুপুরে জানানো হয় মেয়ে আর নেই।

ইলমার পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে ঢাকার মালিবাগের বাসায় ইলমার জানাজা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বর্তমানে ইলমার মা-বাবা এবং একমাত্র ভাই সেখানেই অবস্থান করছেন। 

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬