বৃষ্টি আর ক’দিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সারাদেশে টানা আরও কয়েকদিন বৃষ্টি হবে
সারাদেশে টানা আরও কয়েকদিন বৃষ্টি হবে  © ফাইল ছবি

 

কোরবানির ঈদের দিন থেকে টানা ভারী বৃষ্টি হচ্ছে রাজধানীতে। শনিবার (১ জুলাই) অঝোর ধারায় বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন ভারী বৃষ্টি আরও এক সপ্তাহ চলতে পারে। মাঝেমধ্যে বিরতি দিলেও প্রতিদিনই বৃষ্টি হতে পারে।

জানা গেছে, দেশের বেশির ভাগ এলাকায় মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। যে কারণে বৃষ্টি বেড়েছে। এক সপ্তাহ একই রকম থাকতে পারে। ফলে বৃষ্টি এক সপ্তাহ একইভাবে ঝরবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি বাড়তে থাকায় ২৪ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যার পানি চলে আসতে পারে। তবে বড় বন্যার কোনো আশঙ্কা নেই।

জুলাই মাসের বেশিরভাগ সময় এমন আবহাওয়া থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। মৌসুমি বায়ু শক্তি অর্জন করায় দেশে সক্রিয় আছে বলে জানিয়েছেন তাঁরা। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বেশির ভাগ এলাকায় মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। যে কারণে বৃষ্টি বেড়েছে।

বৃষ্টি ও মেঘ বেড়ে যাওয়ায় রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কমেছে। গরমের অনুভূতি কমে স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে। জুলাই মাসের বেশির ভাগ সময়জুড়ে এ ধরনের আবহাওয়া থাকতে পারে। বেশির ভাগ এলাকার আকাশে মেঘ ও থেমে থেমে বৃষ্টি ঝরছে। ফলে তাপমাত্রা দ্রুত কমছে।

আবহাওয়াবিদেরা বলছেন, জুন মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। ওই বায়ুর সঙ্গে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণে বৃষ্টি শুরু হয়। ফলে জুলাই-আগস্ট মাসকে বৃষ্টিবহুল মাস বলা হয়। এবার মৌসুমি বায়ু একটু দেরিতে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে বৃষ্টি দেরিতে শুরু হয়েছে। তবে অন্য বছরগুলোর তুলনায় এবার বৃষ্টি জোরেশোরে নেমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার বেশি বৃষ্টি ঝরেছে সিলেটে ৯৯ মিলিমিটার। রাজধানীতে ৭৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। মেঘ ও বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ৯৭ শতাংশে দাঁড়িয়েছে।


সর্বশেষ সংবাদ