এক কেজি কাঁচা মরিচের দামে ৭ কেজি হিমসাগর আম

০১ জুলাই ২০২৩, ০১:২৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কাঁচা মরিচ ও হিমসাগর আম

কাঁচা মরিচ ও হিমসাগর আম © সম্পাদিত

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে  ৬০০ টাকায়। আর কাঁচা মরিচের এই চলতি দামে ত্রেতারা বাজার থেকে কিনতে পারবেন ৭ কেজি হিমসাগর আম। বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে কমে গেছে মরিচের সরবরাহ। তাই দাম ঊর্ধ্বমুখী। 

রাজধানীর কাঁচা বাজারগুলো ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ৩০ টাকায় মিলছে হাতেগোনা কয়েকটি মরিচ; এর নিচে ক্রেতারা কিনতে পারছেন না মরিচ।

এমন দামের কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, ঈদের কারণে গাড়ির সংখ্যা কম। ঢাকার বাইরে থেকে পণ্যবাহী গাড়ি আসছে না। যে কয়টা আসছে সেগুলো নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া বৃষ্টির কারণে মরিচের আবাদ কমে গেছে। তাই এমন দাম। ঈদের ছুটি শেষে সব আবার চালু হলে হয়ত দাম কমে যাবে।

তবে তৃতীয় দিনে কিছুটা কমেছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এছাড়া প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও হাঁসের ডিম ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে বেড়েছে শসার দাম। গত সপ্তাহে প্রতি কেজি শসা ৬০-৭০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

এছাড়া প্রতি কেজি ধুন্দল ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ছোট করলা বা উস্তা ও বেগুন ১০০ টাকা কেজি, কচুর ছড়ি ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৬০ টাকায়, পেঁয়াজ ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আর মাছের মধ্যে প্রতিকেজি পাবদা ৩৮০-৪০০ টাকা, শিং মাছ ৪২০- ৪৫০ টাকা, পাঙাশ মাছ ২০০-২৫০ টাকা, তেলাপিয়া ২২০-২৫০ টাকা, রুই মাছ ৩২০- ৩৫০ টাকা, চাষের কই ৩০০ টাকা, বড় চিংড়ি ৭০০ টাকা, বড় কাতল ৩৮০- ৪০০ টাকা, ট্যাংরা ৫৫০- ৬৫০ টাকা, বোয়াল মাছ ৬০০- ৬৫০ টাকা, সিলভার কার্প (ছোট) ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে বাজারগুলোতে।

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬
তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage