মোটরসাইকেলে ৬ স্কুলছাত্রের ঈদ ভ্রমণ, দুই বন্ধুর মৃত্যু

২৯ জুন ২০২৩, ০৯:৪৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
উদ্ধারকাজ চলছে

উদ্ধারকাজ চলছে © সংগৃহীত

মেহেরপুরের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো জিসান (১৩) ও সামিউল ইসলাম বিজয় (১৪)।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৩টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর একটি মোটরসাইকেলের সাথে আরেকটির ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লাগে। এতে রক্তাক্ত জখম হয় জিসান। এ সময় চার বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত চারজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। সামিউলকে আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সামিউলও মারা যায়।

জিসান ও সামিউল ইসলাম বিজয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। অপর আহত দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬