রাজধানীতে কোরবানি দিতে গিয়ে দেড় শতাধিক আহত

কোরবানির পশু জবাই করার মুহূর্ত
কোরবানির পশু জবাই করার মুহূর্ত  © ফাইল ফটো

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, অনেকে গরু জবাই দিতে ছুরি ফসকে মারাত্মকভাবে আহত হয়েছে। অনেকে গরুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে কাতরাচ্ছেন। আবার অনেকে মাংস প্রস্তুত করতে গিয়ে যখম হয়েছেন।

কোরবানির গরু জবাই করার সময় ছুরির আঘাতে হাতের রগ কেটে গেছে রাজধানীর আজিমপুর এলাকার আনোয়ার হোসেনের। তার ডান হাতের ৩০ শতাংশ কেটে দুই ভাগ হয়ে গেছে।

দয়াগঞ্জ এলাকার ফয়সাল আলম গরুর লাথি খেয়ে গুরুতর আহত হয়েছেন। এতে তার চোখের নিচটা মারাত্মকভাবে ফুলে উঠেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে কেউ গরুর শিঙের আঘাত পেয়েছেন, আবার কেউ বা ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকমই বেশি।


সর্বশেষ সংবাদ