সিটি নির্বাচন: ১০ হাজার ভোটে এগিয়ে জায়েদা খাতুন

২৫ মে ২০২৩, ০৬:৫৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
ভোট প্রধানের পর বিজয় চিহ্ন প্রদর্শন করেন প্রার্থীরা

ভোট প্রধানের পর বিজয় চিহ্ন প্রদর্শন করেন প্রার্থীরা © সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনী কেন্দ্র থেকে আসা ফলাফলে এ তথ্য জানা যায়। তবে, এরই মধ্যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন জিতেছেন বলে দাবি করেছেন তার ছেলে ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’

বৃহস্পতিবার (২৫ মে) রাতে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী-৪৮০ কেন্দ্রের মধ্যে ১৩৩টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ৫৮ হাজার ০২৫ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৬৮ হাজার ৮০০ ভোট পেয়েছেন। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট-গ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় এ সিটির ভোট।

সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ফিঙ্গারপ্রিন্ট না মেলা, এক বুথের ভোটাররা অন্য বুথে যাওয়া নিয়ে ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ শোনা যায়। প্রায় বেশিরভাগ কেন্দ্রেই ইভিএম ধীরগতিতে কাজ করেছে।

সকালে এক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। সুষ্ঠু ভোট হলে তিনি নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেবেন। এ সসময় তিনি কেন্দ্রে ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন। 

আর সরকার সমর্থিত আজমত উল্লা খান বলেছেন, উৎসবমুখর পরিবেশে সকাল থেকে মানুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছে। ভোটের যে কোনো ফলাফল অবশ্যই মেনে নেব। আমি একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সবসময় জনগণের অপিনিয়নের প্রতি আমি শ্রদ্ধা দেখিয়ে আসছি। আজ জনগণ যাকে নির্বাচিত করবে, আমি সেটা অবশ্যই মেনে নেব। আমি রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় জনগণের সঙ্গে ছিলাম।

সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলা, ইউটিএলের নিন্দা 
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান পরি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
সাংবাদিককে পাহাড়ে নিয়ে পেটানোর হুমকি দেওয়া নেতাকে ছাত্রদলের…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage