সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার (৩০ এপ্রিল) তার মনোনয়ন বাতিল করা হয়।
তবে জাহাঙ্গীরের মায়ের মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এরপর দীর্ঘদিন রাজনীতির মাঠের বাইরে ছিলেন।
তবে কিছুদিন আগে ওই মন্তব্যের জন্য আওয়ামী লীগ তাকে ক্ষমা করলেও গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন দেয়নি। নির্বাচনের তপশিল ঘোষণার পর চুপ ছিলেন সাবেক মেয়র। তবে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।