বঙ্গবাজার ব্যবসায়ীদের একাই ১০ লাখ টাকা দিলেন আ.লীগের এক এমপি

বঙ্গবাজার ব্যবসায়ীদের একাই ১০ লাখ টাকা দিলেন আ.লীগের এক এমপি
বঙ্গবাজার ব্যবসায়ীদের একাই ১০ লাখ টাকা দিলেন আ.লীগের এক এমপি  © টিডিসি ফটো

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের উদ্যোগে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ২৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (০৯ এপ্রিল) কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকনকে সাথে নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদের কাছে তিনি চেক হস্তান্তর করেন।

অনুদানের ২৬ লাখ টাকার মধ্যে এমপি বাহাউদ্দিন বাহার নিজ তহবিল থেকে দিয়েছেন ১০ লাখ টাকা। বাকি ১৬ লাখের মধ্যে কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ১০ লাখ টাকা, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ৫ লাখ টাকা এবং কুমিল্লা সিটি কর্পোরেশন ১০নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি দিয়েছেন এক লাখ টাকা।

আরও পড়ুন: বঙ্গবাজার ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন হিজড়া সম্প্রদায়

এ সময় এমপি বাহার বলেন, রাজধানীর বঙ্গবাজার মার্কেট আগুনে ভস্মীভূত হয়ে গেছে গত মঙ্গলবার (৪ এপ্রিল)। এ আগুনে পুড়েছে মার্কেটের ৫ হাজার দোকান এবং আশপাশের মার্কেটের কয়েকশ' দোকান। শুধু দোকান নয়, পুড়ে ছারখার হয়ে গেছে এসব দোকানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, কর্মচারী ও তাদের পরিবারের স্বপ্ন।

তিনি বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আমি নিজেও বিবেকের তাড়নায় তাদের পাশে দাঁড়াতে কুমিল্লা থেকে ছুটে এসেছি। আমার আহ্বানে সাড়া দিয়ে কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ও সিটি কর্পোরেশন পাশে দাঁড়িয়েছে।

এমপি বাহার আরও বলেন, আমাদের দেশের স্বার্থে, দেশের মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শ্রদ্ধেয় আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সকলের সহযোগিতায় এই লক্ষ্য অর্জন অবশ্যই সম্ভব।


সর্বশেষ সংবাদ