বাংলাদেশের অর্জন নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল আলোচনা

২১ মার্চ ২০২৩, ১১:১৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল আলোচনা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল আলোচনা © সংগৃহীত

‘বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের অ্যাশ সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো উন্নয়নসহ অর্থনৈতিক ও উন্নয়নমূলক দৃশ্যপটে দেশের অভূতপূর্ব অগ্রগতির চিত্র তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশকে ‘সোনার বাংলা’তে পরিণত করার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি এবং ফলাফলমুখী কৌশলের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়নের গতিপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের কৃতিত্বও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: শিক্ষাখাতে ১১টি খাতে গবেষণা প্রস্তাব আহবান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এই অঞ্চল এবং এর বাইরের ভূ-রাজনৈতিক বাস্তবতা প্রতিফলিত হয়। তিনি আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা ও অবদানের ওপর আলোকপাত করেন। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’ অনুযায়ী এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা, মহামারি ফলাফলের পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক, আর্থিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অনিশ্চয়তার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার ওপরও আলোকপাত করা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি সদস্য, গবেষকসহ কেনেডি স্কুলের সাবেক শিক্ষার্থীও। এছাড়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাশ সেন্টারের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক অ্যান্থনি সাইচ এবং হার্ভার্ড কেনেডি স্কুলের রাজাওয়ালি ফাউন্ডেশন ইনস্টিটিউট ফর এশিয়ার পরিচালক নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন।

ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সমাপনী বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ সরকার এবং অ্যাশ সেন্টারের মধ্যে সহযোগিতা আগামী দিনে আরও সুসংহত হবে।

বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬