ভিকারুননিসার আবেদন খারিজ, ৫৯ সহোদরের ভর্তিতে বাধা নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০২:০১ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৩, ০২:০১ PM
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে প্রথম শ্রেণিতে ৫৯ শিক্ষার্থীকে ভর্তি নিতে হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ওই শিক্ষার্থীদের ভর্তিতে কোনো বাধা রইলো না।
সোমবার (৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট জেসমিন সুলতানা।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট জেসমিন সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ৪১ শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাদের সহোদরারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে। শিশুদের অভিভাবকদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩১ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
এরপর একই ধরনের আবেদনে আরও ১৬ জনকে এবং অপর ২ জনকে ভর্তি নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় কর্তৃপক্ষ ৫৯ জনের ভর্তির আদেশ স্থগিত চেয়ে আপিল করে। সেটি আজ শুনানিতে ওঠে। তবে স্কুল কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দেয় আদালত।