সায়েন্সল্যাবে বিস্ফোরণস্থলে সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট

সায়েন্সল্যাবে ঘটনাস্থলে সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট
সায়েন্সল্যাবে ঘটনাস্থলে সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট   © সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণস্থলে অনুসন্ধান করতে সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি দল কাজ করছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে কাজ করছে তারা। অনুসন্ধান কাজ সম্পাদনের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুন: সায়েন্সল্যাবে ঢাকা-সিটি-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রোববার (৫ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে আসে দুটি ইউনিট। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানান, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি পৃথক দল ঘটনাস্থলে এসেছে।

আরও পড়ুন: সায়েন্সল্যাবে বিস্ফোরণে অল্পের জন্য রক্ষা পেলেন ঢাবি শিক্ষার্থী

বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন-শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)।

 


সর্বশেষ সংবাদ