সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
দিনাজপুর হাকিমপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহাবুল হোসেন বাবু (২৩)। তিনি হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
হাকিমপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হাকিমপুর উপজেলার ধরন্দা সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তবে নিহত যুবক বাংলাদেশি নাকি ভারতীয় এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।