যখন ভুল চিহ্নিত হবে, তখনই সংশোধন হবে: শিক্ষামন্ত্রী

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমে যেখানে যখন ভুল চিহ্নিত হবে, তখনই তা সংশোধন করা হবে। আমাদের পাঠ্যক্রম নিয়ে নানা রকমের কথা বলা হচ্ছে। এর অধিকাংশই মিথ্যাচার। একটি গোষ্ঠী কোনো ইস্যু না পেয়ে এখন বইয়ের পিছনে লেগেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি)) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের পুরো পঠন ও শিখন পদ্ধতি পরিবর্তিত হয়ে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষা পাচ্ছে। সত্যিকার অর্থে করে করে শিখছে। এই শিখন তারা সারাজীবন ধারণ করবে। তবে এই বিষয়গুলো চাপা পড়ে যাচ্ছে। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিরও পরিবর্তন হচ্ছে। তবে সবাই এটি এড়িয়ে যাচ্ছেন। এর অর্থ এই দাঁড়ায় যে সবাই একটি ভাসা ভাসা জিনিস নিয়ে কথা বলছি। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষাক্রমের অনেক গুণাবলী রয়েছে। আমাদের সেগুলো নিয়ে কথা বলা উচিত। এগুলো সমাজের জন্য জরুরি। তবে আমরা এর উল্টোটা করছি। নতুন শিক্ষাক্রম গঠনমূলক করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা যেন আরও মানবিক ও সৃজনশীল হয় আমরা সেই চেষ্টা করছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ রাশেদ আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মো. তারেক হোসেনসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬