ক্লাসেই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলেন শিক্ষক

ইনসেটে অভিযুক্ত শিক্ষক
ইনসেটে অভিযুক্ত শিক্ষক   © সংগৃহীত

জয়পুরহাটে ক্লাস চলাকালীন দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ায় এক শিক্ষককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগী ছাত্রীর মুখে ঘটনার বিবরণ শুনে ওই শিক্ষককে মারধর করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) জেলার আক্কেলপুর উপজেলার রাইকালি উচ্চ বিদয়লয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম মানিক। তিনি ওই স্কুলের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, গ্রামের মানুষ ও অভিভাবকরা ওই শিক্ষককে আটকে রেখে মারধর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। পরে অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যান।   

স্থানীয় এক ব্যক্তি গণমাধ্যমকে জানান, ‘‘বাচ্চা মেয়ের সাথে একজন শিক্ষকের এমন আচরণ মেনে নেওয়ার মতো না। আমরা ওনার শাস্তি চাইছি। উনি যেন এই স্কুলে আর পড়াতে না আসেন, সেটা আমরা পুলিশকে জানিয়েছি।”

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনা শুনেছি আমরা এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে৷