‘স্মার্ট বাংলাদেশ গড়তে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে’

মো. সোহরাব হোসাইন
মো. সোহরাব হোসাইন  © ফাইল ফটাে

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তুলতে শিক্ষকদের আগে স্মার্ট হতে হবে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ের সতীর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোহরাব হোসাইন আরও বলেন, সন্তানদের দেশকে ভালোবাসতে শেখাতে হবে। কারণ আপনার সন্তানরা দেশকে না ভালোবাসলে আপনাকেও ভালোবাসবে না।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার ও গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘আমাদের দেশে অবকাঠামোসহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নতি হয়েছে। একই সঙ্গে মূল্যবোধের চরম অবনতি হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ভৌমিককে আজীবন সম্মাননা, পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুকবুল আহমেদ ও অজি উল্যা মিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence