মেট্রোরেলের প্রথম চালক নোবিপ্রবির সাবেক ছাত্রী আফিজা

২৭ ডিসেম্বর ২০২২, ০৭:০১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
মরিয়ম আফিজা

মরিয়ম আফিজা © ফাইল ফটো

দেশের বহুল প্রতীক্ষিত প্রথম মেট্রোরেল আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে। সাধারণ যাত্রীরা পরদিন বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরায় মেট্রোরেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে মেট্রোরেলে চড়ে আগারগাঁওয়ে নামবেন। আর এই ট্রেনটি সেদিন চালাবেন একজন নারী চালক। তার নাম মরিয়ম আফিজা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পৌনে ১২ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।

ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানান, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি শেষে ট্রেন চালানোর জন্য পর্যাপ্ত চালক নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে ছয়জন নারী চালক রয়েছেন। তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে।

উদ্বোধনের দিন মেট্রো রেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেদিনেই ট্রেন চালানোর কথা রয়েছে মেট্রো রেলের চালক হিসেবে নিয়োগ পাওয়া মরিয়ম আফিজার। বিষয়টি নিয়ে ফেসবুকেও আলোচনা হচ্ছে।

আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গত বছরের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পান তিনি। টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরি করার কথা জানিয়েছেন তিনি।

মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

মেট্রোরেলের চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি।

ট্রেন চালানোর জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে মরিয়ম বলেন, আমি চালক হিসেবে ট্রেনিংয়ের সবগুলো ধাপ পেরিয়েছি।

এখনো দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন দেশের ইতিহাসের গর্বিত অংশ হতে যাওয়া মেট্রোর নারী চালক মরিয়ম আফিজা।

ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে ইসলামী ব্যাংক, আব…
  • ০২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংস্থার অভিযানে দুই বেকারি…
  • ০২ জানুয়ারি ২০২৬
গুগল জেমিনি দিয়ে সহজেই তৈরি করুন ছবি ও ভিডিও
  • ০২ জানুয়ারি ২০২৬
সাদাপাথর লুটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা ফিরে পেলেন পদ
  • ০২ জানুয়ারি ২০২৬
সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!