জার্সি পরে গুলির ব্যাখ্যা দিলেন আনসার সদস্য মাহিদুর

০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
আনসার সদস্য মাহিদুর রহমান

আনসার সদস্য মাহিদুর রহমান © ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার জার্সি পরে গুলি করা এক ব্যক্তির কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অবশ্য তার পরিচয়ও মিলেছে। তিনি পল্টন থানার আনসার সদস্য মাহিদুর রহমান।

পেশাগত দায়িত্ব পালনে জার্সি পরা নিয়ে মাহিদুর রহমান জানান, এতে অবাক হওয়ার কিছু নেই। ওসি স্যারের নির্দেশে আমি যেভাবে ছিলাম সেভাবে দায়িত্ব পালনে ছুটে আসি।

এর আগে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ মাহিদুর রহমানের পরিচয় সম্পর্কে প্রথম গণমাধ্যমে জানান।

আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সি গায়ে গুলি করা ব্যক্তির পরিচয় মিলেছে

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, আমিও অনেক সময় সাদা পোশাকে দায়িত্বপালন করি। জান-মাল রক্ষার প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে জরুরি ভিত্তিতে যে কোনো অবস্থায় যে কোনো পোশাক পরে দায়িত্ব পালন করতে পারে।

গতকাল বুধবার নয়াপল্টনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সংঘর্ষ চলার সময় পুলিশ সদস্যের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরা এক যুবকের তৎপরতা সবার নজরে আসে। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আনসার সদস্য মাহিদুর রহমান জানান, ওসি স্যারের নির্দেশ ছিল, এলার্ম বাজলে যে যে অবস্থায় থাকবেন, সে অবস্থায় নিচে নেমে আসতে হবে। সংঘর্ষের সময় আমি খাওয়া-দাওয়া করে শুয়ে ছিলাম, তখন এলার্ম শুনে আমি নিচে নেমে আসি। তখন দেখি পল্টনে বিএনপি অফিসের সমনে সংঘর্ষ চলছে, তখন অস্ত্র নিয়ে ছুটে গেলাম।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬