আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ১১:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দীপেন ত্রিপুরা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দীপেন ত্রিপুরা একই এলাকার সুকুমার ত্রিপুরার ছেলে। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীপেন ত্রিপুরা বাঁশের মধ্যে আর্জেন্টিনার পতাকা বেঁধে গাছে সঙ্গে ঝুলাতে যান। কিন্তু বাঁশটি কাচা হওয়ায় এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ সময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে যান দীপেন ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দীপেন ত্রিপুরাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।