নিখোঁজের এক দিন পর মাদরাসা ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

২২ অক্টোবর ২০২২, ১২:৩২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
নিহত লামিয়া আক্তার

নিহত লামিয়া আক্তার © সংগৃহীত

মাদারীপুরে নিখোঁজের এক দিন পর লামিয়া আক্তার (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে সদর উপজেলার কালিকাপুরের একটি খাল থেকে লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত লামিয়া সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

আরও পড়ুন: আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নানাবাড়ি চরনাচনা যাওয়ার কথা বলে হোসনাবাদে নিজ বাড়ি থেকে বের হয় লামিয়া। পরে তার খোঁজ না পেয়ে শুক্রবার দুপুরে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে লামিয়ার পরিবার। সে রাতে খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানিতে লামিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, তদন্তের কাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ খালের পানিতে ফেলে রাখা হয়েছিল।

শেরপুরের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যাসহ নির্বাচনকালীন নারী অবমাননার প্রতিবাদ
  • ২৯ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, কাল ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই
  • ২৯ জানুয়ারি ২০২৬
ছেলের কবর দেখে নির্বাক সেই জামায়াত নেতার বৃদ্ধ বাবা
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেট দল না গেলেও যাচ্ছে শুটিং দল, সামাজিক যোগাযোগমাধ্যমে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৫ তথ্য চাইল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬