‘কুকুরে কামড় দিলে সম্ভ্রম যায় না, ধর্ষিত হলে যাবে কেন?’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন ‘কুকুরে কামড় দিলে সম্ভ্রম যায় না, তাহলে ধর্ষিত হলে সম্ভ্রম চলে যাবে কেন? নিশ্চয় সম্ভ্রম নারীর কোনও বিশেষ অঙ্গে থাকে না।  অতএব ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের কোনও সম্পর্ক থাকা উচিত নয়।’

তিনি সোমবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে ব্রাকের আয়োজনে ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টাওয়ার্ডস জেন্ডার নরমস অ্যামাং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাঙলাদেশ’ শীর্ষক এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে এসব বলেন। 

আরও পড়ুন: নতুন শিক্ষাক্রমের পুরোপুরি সুফল পেতে ১০ বছর লাগতে পারে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীর অবস্থা, অবস্থান, পড়াশোনা, তার অধিকার, পোশাকের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, সম্পত্তির অধিকার, ধর্ষণ নিয়েও কথা আছে। যতক্ষণ পর্যন্ত সমাজ মনে করবে—ধর্ষণ হলে সম্ভ্রমহানি ঘটে, ততক্ষণ পর্যন্ত ধর্ষণ চলতে থাকবে। এটা একটা হাতিয়ার হিসেবে কেউ না কেউ ব্যবহার করবে। যুদ্ধে ব্যবহার করবে, স্বাভাবিক জায়গায় ব্যবহার করবে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ব্যবহার করবে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের ক্ষেত্রে ব্যবহার করবে।’

দীপু মনি বলেন, ‘কুকুর কামড় দিলে সম্ভ্রম যায় না, কিন্তু ধর্ষিত হলে সম্ভ্রম যায়। নিশ্চয় সম্ভ্রম নারীর কোনও বিশেষ অঙ্গে থাকে না। অতএব, ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের কোনও সম্পর্ক থাকা উচিত নয়। যারা মহান মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার হয়েছিলেন, আমি কখনও মনে করি না তাদের সম্ভ্রমহানি হয়েছিল। তাদের একদল পশু নির্যাতন করেছিল। তাদের যদি কুকুরে কামড় দিতো, তাহলে নিশ্চয় আমরা বলতাম না সম্ভ্রমহানি হয়েছিল। তাদের পিতা ও সমাজ পরিত্যাগ করেছিল। একজন পিতা মুজিব তাদের মেয়ের মতো করে টেনে নিয়েছিলেন। সমাজে পুনর্বাসনের চেষ্টা করেছিলেন। তাকে যখন হত্যা করা হয়েছে—আবার সেই নারীদের পুরো সমাজ ও রাষ্ট্র তাদের ফেলে দিয়েছিল। এখনও প্রতিদিন যেসব ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটতে থাকবে, যতক্ষণ আমরা মনে করবো—ধর্ষিত হলে তার সম্ভ্রম চলে যায়। কোনও নারীর সারাটি জীবন ধ্বংস করার জন্য একটা কিছু করলাম। সমাজও তা-ই মনে করছে, মেয়েটিও তা-ই মনে করছে। এই জায়গা থেকে আমাদের বেরুতে হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence