শিক্ষা প্রতিষ্ঠানে ধ্যান-যোগব্যায়াম চর্চা করা প্রয়োজন: শিক্ষামন্ত্রী

০৩ অক্টোবর ২০২২, ০৬:৪১ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানে ধ্যান চর্চা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে টোটাল ফিটনেস কর্মসূচি নিয়ে আমি আশা করবো— সবার মধ্যে যদি ধ্যানের চর্চাটা যদি ছড়িয়ে পড়তো, তাহলে খুব ভালো হতো। 

সোমবার (৩ অক্টোবর) রাজধানীর আইডিবি ভবনে শিক্ষা প্রতিষ্ঠানে পোস্ট-কোভিড টোটাল ফিটনেস চালুকরণ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মণি বলেন, এখানে কোয়ান্টাম দীর্ঘদিন ধরে কাজটি করছে। আরও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যারা কোয়ান্টাম ব্যাপকভাবে করছে। ব্যক্তিগতভাবে আমার সুযোগ হয়েছে কোয়ান্টামে কোর্স করার, কয়েক বছর আগে। আমি নিজে তার উপকারভোগী। অনেক ধরনের অসুস্থতা থেকে নিজেকে সুস্থ রাখার জন্য ধ্যান চর্চা। আমি মনে করি, সব মানুষের মধ্যে ধ্যান চর্চা ছড়িয়ে দেওয়ার দরকার রয়েছে। সমাজে অন্যায়, অস্থিরতা যারা তৈরি করছে, তাদের সততা ও অস্থিরতা দূর করবার জন্য ধ্যান চর্চা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে টোটাল ফিটনেসের যে কথা বলছি— সেখানে যদি ধ্যান চর্চাটা হয়, তার মাধ্যমে সমাজের সব স্তরে সেটাকে পৌঁছে দেওয়ার সুযোগ হবে।’

আরও পড়ুন: এপিএ মূল্যায়নে পিছিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ৭ ধাপ উন্নতি উন্মুক্তের

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ শিখে আলোকিত মানুষ হোক। আজকে যে আলোচনা হয়েছে, তাতে আমরা দেখেছি— ধর্ম চর্চা, আত্মিক উন্নয়ন, শারীরিক-মানসিক সুস্বাস্থ্যের জন্য ধ্যান। সব হতাশা-নেতিবাচকতা দূর করবার জন্য, সব আসক্তি থেকে মুক্ত থাকবার জন্য, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়বার জন্য, লক্ষ্য স্থির করে জীবনকে এগিয়ে নেওয়ার জন্য ধ্যান, শুদ্ধাচার চর্চার জন্য, অর্থাৎ যা কিছু আমাকে এগিয়ে দেবে, জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং একটা উন্নত, সুখী সমৃদ্ধ জীবন দিতে পারবে, তার সব কিছুর জন্য ধ্যান একটা বড় ভূমিকা পালন করতে পারে।’

দীপু মনি বলেন, ‘আমরা বলছি, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক, প্রযুক্তির ব্যবহারে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সব চেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য সহায়ক হিসেবে কাজ করবে ধ্যান। আমাদের সন্তানকে সেভাবে তৈরি করবে, যাতে আমরা যা শিখছি তা নিতে পারি, অনুধাবন করতে পারি, আত্মস্থ করতে পারি, যেন প্রয়োগ করতে পারি, সে জন্য ধ্যানটা জরুরি।’

মন্ত্রী বলেন, ঔপনিবেশিক কেরানি তৈরির শিক্ষা থেকে বের করে আনার পথ দেখিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু তাকে সপরিবারে হত্যার পর সে পথ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছিলাম। এরপর আমরা কেরানি তৈরির শিক্ষা নিয়ে এগিয়ে গেছি। সে কারণেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তার কন্যার নেতৃত্বে এখন সারা বিশ্বের সঙ্গে এক হয়ে আমরা বলতে চাই, শিক্ষায় রূপান্তর আনতে হবে এবং তা এখনই। আমরা সেই পথেই হাঁটছি। আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করছি।

দল বেঁধে জুলাই স্মৃতি জাদুঘরে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা…
  • ২১ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ
  • ২১ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান রাশেদ খানের
  • ২১ জানুয়ারি ২০২৬
পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9