দৈনিক বাংলা সম্পাদক তোয়াব খান আর নেই

প্রয়াত সাংবাদিক তোয়াব খান
প্রয়াত সাংবাদিক তোয়াব খান  © সংগৃহীত

দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান (৮৭) আর নেই। শনিবার (১ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করার পর প্রথমে  সিসিইউতে রাখা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান আত্মীয়রা। যেকোনো সময় লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা। 

শনিবার বেলা সাড়ে বারোটায়  চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। 

আরও পড়ুনঃ পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ১৫ বস্তা টাকা

১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তোয়াব খান।  ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন তোয়াব খান। সে সময় তার আকর্ষণীয় উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হয় ‘পিণ্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। এরপর ২০১৬ সালে একুশে পদক লাভ করেন তিনি। এ ছাড়া দৈনিক বাংলার সম্পাদক হিসেবে দায়িত্ব রত ছিলেন বর্ষীয়ান এই সাংবাদিক।

জানা যায়, গত বছর নভেম্বর মাসে তোয়াব খান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। করোনামুক্ত হলেও করোনা–পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence