কেন্দ্রে মোবাইল আনায় ১৪ শিক্ষককে অব্যাহতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ PM
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় ১৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ার দুটি কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭ জন ও সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ শিক্ষককে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার সকালে উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। সেখানে দাখিল পরীক্ষায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলছিল। তিনি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখেন, পরীক্ষার কক্ষে মোবাইল ফোনসহ ৭ শিক্ষক দায়িত্ব পালন করছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে কেন্দ্র সচিব ৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্র সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেন ইউএনও। এসময় তিনি পরীক্ষার হলে গিয়ে দেখতে পান ৭ জন শিক্ষক মোবাইল ফোনসহ দায়িত্ব পালন করছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে কেন্দ্র সচিব সাত শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ গণমাধ্যমকে বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ দায়িত্ব পালনের সুযোগ নেই। নিয়ম না মানায় দুটি কেন্দ্রের মোট ১৪ জন কক্ষ প্রত্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।