‘শিক্ষকদের বেতন ও উন্নত সুবিধা না দিলে সুন্দর মানুষ তৈরি হবে না’

১৪ এপ্রিল ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, যতদিন না আমরা প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকদের উন্নত বেতন ও উন্নত সুবিধা দিয়ে সুখী শিক্ষক নিয়োগ না দেবো ততদিন সুন্দর মনের মানুষ তৈরি হবে না।

সোমবার নিজের ভেরিফাইয়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, দেশে যখন বাংলা নববর্ষ পালিত হচ্ছে আমি তখন চার দিনের ট্যুরে বের হয়ে এখন স্কটল্যান্ডের আইল অফ স্কাইতে আছি। স্কটল্যান্ড সত্যিই অপরূপ সুন্দর। এটি পাহাড়, পর্বত আর খাল, নদী ও সাগরের মোহনায় ঘেরা। প্রচন্ড শীত এখন। এখানে উঠেছি বেড অ্যান্ড ব্রেকফাস্টে। এটি ইংল্যান্ডের ট্র্যাডিশনাল পরিবার কেন্দ্রিক হোটেল। সাধারণত ইংল্যান্ডে অনেক বুড়ো-বুড়ি অবসরে নিজের বাড়িকেই বেড অ্যান্ড ব্রেকফাস্ট বানিয়ে ফেলে। গেস্টরা এখানে রাতে ঘুমায় আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ঘুরতে বের হয়ে যায়।

এই সময়ে বুড়ো-বুড়ি (আর সন্তান যদি থাকে তাদের নিয়ে) ঘর গুছিয়ে ফেলে। আমরা যে বেড অ্যান্ড ব্রেকফাস্টে উঠেছি সেটা আটলান্টিক মহাসাগরের একটা মোহনার পারে। অসাধারণ সুন্দর করে গুছানো বাড়ি। এই বেড অ্যান্ড ব্রেকফাস্টের একটি গুণ হলো ওরা প্রধান দরজা থেকে শুরু করে বাড়ির কোনো দরজাই তালাবদ্ধ করে না। এর অর্থ এই জায়গাটি খুবই নিরাপদ।

অধ্যাপক মামুন আরো বলেন, গতকাল যখন ঘুম থেকে উঠে বেড অ্যান্ড ব্রেকফাস্ট করতে গেলাম। গিয়ে দেখি ট্র্যাডিশনাল ব্রিটিশ ব্রেকফাস্ট খাবারের পাশাপাশি আরো অনেক খাবার ও ফল ও ফলের জুস। প্রত্যেকটি আইটেমের মান সুপার। এই পর্যন্ত স্কটল্যান্ডের কত খাল বিল নদী-নালা ও রাস্তাঘাট দেখলাম।

কোথাও কোনো পলিথিন পড়ে থাকতে দেখলাম না। রাস্তাঘাটগুলো এমন মজবুত করে বানানো ২০-৩০ কিংবা ৫০ বছরেও কিছু হবে না। এর মাধ্যমে মানুষের জীবনকে স্বস্তি দিয়েছে। প্রতিটা বাড়ির সামনে রাস্তায় গাড়ি পড়ে থাকে। গাড়ির জন্য বাড়িতে আলাদা কোনো গ্যারেজ নেই বললেই চলে। আমাদের বাংলাদেশ হলে গাড়ি চুরির মহোৎসব লেগে যেতো।

অধ্যাপক মামুন বলেন, আমাদের দেশে আমি যখন ঢাকার বাহিরে কোথাও ঘুরতে গিয়েছি, দেখেছি সব খাল বিল ও রাস্তার পাশে ময়লা আর পলিথিনের ভাগাড়। এর মাধ্যমে আমরাতো আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছিই সঙ্গে পানিতে বাস করা প্রাণিদের জীবনও আমরা দুর্বিষহ করে তুলছি।

আজ ৩ দিন ধরে আমাদের মিনিবাসে করে যখন ঘুরছি একটি হর্নের শব্দ শুনিনি। ইনফ্যাক্ট, ঢাকা থেকে ইতালি হয়ে স্কটল্যান্ডের আসা অবধি কোনো হর্ন শুনিনি। আমাদের ড্রাইভারকে দেখেছি সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত পথ থেকে আসা গাড়িকে সাইড দেয়ার একটা প্রতিযোগিতা।

বিপরীত পাশ থেকে গাড়ি আসলেই আমাদের ড্রাইভার এক সাইডে দাঁড়ায় আর দুই ড্রাইভারই একে অপরকে হাতটা সামান্য উঁচিয়ে ধন্যবাদ জানায়। কে কার আগে ধন্যবাদ জানাবে তার প্রতিযোগিতা চলে।

অধ্যাপক মামুন বলেন, এখানে কেউ নদী খাল দখল করতে পারে না, বালু তুলে ব্যবসা করতে পারে না। যেখানে-সেখানে বাড়ি বানাতে পারে না। প্রশ্ন হলো এরা সব কিছু এত অর্ডারড এবং সুন্দর করে রাখে কীভাবে? কারণ হলো এখানকার স্কুল-কলেজগুলো ছোটবেলাতেই অর্থাৎ একদম নার্সারিতে পড়ার সময় এইসব সভ্য আচার ব্যবহার ঢুকিয়ে দেয়। আসলে সব সভ্য দেশেই তা করে।

বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রোজার পুরো মাসে স্কুলে ছুটি দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
  • ২১ জানুয়ারি ২০২৬
সরেননি জামায়াত নেতা, বিপাকে এনসিপির তুষার
  • ২১ জানুয়ারি ২০২৬
আপত্তিকর ভিডিও ধারণ, আমেরিকা প্রবাসী নারী থেকে কোটি টাকা হা…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে পে-কমিশনের বৈঠক এখনও চলছে
  • ২১ জানুয়ারি ২০২৬
মানবিকতা ও দায়িত্ববোধের বার্তায় আইইউবির ২৬তম সমাবর্তন, অংশ …
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9