মস্তিস্কে রক্তক্ষরণে না ফেরার দেশে মেডিকেল ছাত্রী রামিসা

০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
চমেক ক্যাম্পাস

চমেক ক্যাম্পাস © ফাইল ফটো

মস্তিস্কে রক্তক্ষরণে (স্ট্রোক) না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৬১তম ব্যাচের শিক্ষার্থী রামিসা ফারিহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। ২০১৭-১৮ সেশনের এ শিক্ষার্থী চমেকে পঞ্চম বর্ষে অধ্যয়নরত ছিলেন রামিসা।

চমেক হাসপাতালের চিকিৎসকেরা জানান, রামিসা ফারিহা সাব এরাকনয়েড হেমোরেজে (স্ট্রোক) আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ বাদ আসর চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রথম জানাজা ও বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

রামিসা ফারিহা ২০১৬ সালে চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

রামিসা ফারিহার মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট।

রামিসা ফারিহার মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬১তম ব্যাচের (৫ম বর্ষের) ছাত্রী রামিসা চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস: ঢাবিতে দিনব্যাপী ইন্…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বাইউস্টে ‘বিজনেস উইক’এর জমকালো আয়োজন
  • ০৮ জানুয়ারি ২০২৬
তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
ভিপি কোনো পদ নয়, এটি আমানত: জকসু ভিপি রিয়াজুল
  • ০৮ জানুয়ারি ২০২৬
ঢাকাকে হারিয়ে তিনে উঠল সিলেট
  • ০৮ জানুয়ারি ২০২৬