বেসরকারি মেডিকেলে আসন ফাঁকা ৪৩৭
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ PM
দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৪৩৭টি আসন ফাঁকা রয়েছে। শূন্য আসনগুলোতে ইতোমধ্যে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এই মেডিকেল কলেজগুলোতে সব মিলিয়ে আসন রয়েছে ৬ হাজার ২০৮টি। এর মধ্যে ফাঁকা রয়েছে ৪৩৭টি আসন।
ওই সূত্র আরও জানায়, সবচেয়ে বেশি ফাঁকা রয়েছে মনোয়ারা শিকদার মেডিকেল কলেজে। এই কলেজে মোট আসন রয়েছে ৫০টি৷ এর মধ্যে ৩৬টি আসনই ফাঁকা রয়েছে।
ফাঁকা আসনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ। ৫৭টি আসনের মধ্যে এই মেডিকেলে ৩২টি আসন ফাঁকা রয়েছে।
এছাড়া আশিয়ান মেডিকেল কলেজে ২৮টি, আদদীন সকিনা মেডিকেল কলেজ ২৫টি, সিটি মেডিকেল কলেজে ২৫টি, পার্ক ভিউ মেডিকেল কলেজে ২১টি, ময়নামতি মেডিকেল কলেজে ২০টি, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজে ১৯টি এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ১৫টি আসন ফাঁকা রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৪৩৭টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন করে আবেদন করেছেন। শিগগিরই নির্বাচিতদের মুঠোফোনের মাধ্যমে এসএমএস করে জানানো হবে।
যে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ফাঁকা নেই:
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল, সেন্ট্রাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্স, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এবং পপুলার মেডিকেল কলেজ।