গাজায় গণহত্যার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে ১০ হাজার শিক্ষার্থীর বিক্ষোভ

  © টিডিসি ফটো

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা ক্যাম্পাসের মূল ফটক থেকে বিক্ষোভটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, ‘গাজায় মুসলমানদের রক্তে যে হোলি খেলা চলছে, তা বিশ্ব বিবেকের জন্য লজ্জাজনক। এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা শুধু মুসলিম জাতির নয়, মানবতার প্রশ্ন।’

সমাবেশে সভাপতির বক্তব্যে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) ভিপি ইকবাল কবির বলেন, ‘ইসরায়েলের দখলদারিত্ব ও নির্মম বর্বরতার বিরুদ্ধে আমরা চুপ থাকব না। শিক্ষার্থীরা জেগেছে, মানুষ জাগছে, ইনশাআল্লাহ বিজয় অবশ্যম্ভাবী। বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ আসে আমরা তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা সবার প্রথমে যাব।’

আরও পড়ুন: মাদ্রাসার ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন সংশোধনের সময় বাড়ল

বিশেষ অতিথির বক্তব্যে তা’মীরুল মিল্লাতের সহকারি অধ্যাপক ইসহাক আলী বলেন, ‘ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এই সচেতন ভূমিকা আমাদের আশান্বিত করে। অবিলম্বে এই নির্যাতন বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার নিশ্চিত করতে হবে।’ 

সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন টাকসুর এজিএস মইনুল ইসলাম, অর্থ সম্পাদক মর্তুজা হাসান ফুয়াদ, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান, প্রচার সম্পাদক নোমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ