আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসিকে তা’মীরুল মিল্লাত অধ্যক্ষের শুভেচ্ছা
- তা'মীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান। মঙ্গলবার (১১ এপ্রিল) উপাচার্যের নিজ কার্যালয়ে মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখার আরবি বিভাগের শিক্ষক ড. সালমান ফারসি ও মাওলানা মাহতাব উদ্দিন।
উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে গত বুধবার (৫ এপ্রিল) দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ।
এর আগে গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশপাশি কবি জসীম উদ্দীন হলের প্রভোস্টর দায়িত্বও পালন করছেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১(১) ধারা অনুসারে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে কয়েকটি শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তগুলো হলো- উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।