কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, বেড়েছে পরীক্ষার্থী

কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, বেড়েছে পরীক্ষার্থী
কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, বেড়েছে পরীক্ষার্থী  © ফাইল ছবি

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে এ পরীক্ষা। বেফাকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পরীক্ষায় অংশ গ্রহণ করছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদরাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৯,৭১০ জন। 

এতে বলা হয়েছে, দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত হবে।  এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩,৫৬০ জন বলে জানানো হয়।

আরও পড়ুন: সমাবর্তন ঘিরে জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

‘‘বেফাক গত কয়েক বছর যাবত বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে অভিনব স্মার্ট পদ্ধতি অবলম্বন করে শতভাগ সুফল পেয়েছে, আলহামদুলিল্লাহ।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষ্ঠু, সুন্দর, অনুসরণীয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বেফাকের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence