কৃতির সঙ্গে সময় কাটাব, স্মোকিং ছেড়ে দেব— সুশান্তের চিরকুট

২০ সেপ্টেম্বর ২০২০, ১২:১০ PM

© ফাইল ফটো

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে নিয়ে এখনও তদন্ত চলছে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সুশান্ত সিংহ রাজপুতের বছর দু’য়েক আগে হাতে লেখা কিছু চিরকুট। সেখানে ধূমপান  ছেড়ে দেয়াসহ অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও সম্পর্কে জড়ানোর কথা উল্লেখ করেছেন তিনি।

ইন্ডিয়া টুডে’র একটি রিপোর্টে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জানা যায়, ২০১৮-র ২৭ এপ্রিল ওই ‘ডেইলি চার্ট’ তৈরি করেছিলেন সুশান্ত। তাতে প্রথমেই লেখা ছিল রাত আড়াইটের সময় ঘুম থেকে উঠবেন তিনি। তবে ওই ডায়রির পৃষ্টায় সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হল ৮ নম্বর পয়েন্টটি।

সেখানে নীল কালিতে লেখা ছিল ‘কৃতির সঙ্গে সময় কাটাব’। তাতে লাল টিক করা। তার মানে নেহাতই বন্ধু না, অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

ওই চিরকুটে সুশান্ত তার ‘টু ডু’ লিস্টে লিখে রেখেছেন ‘কেদারনাথ’ স্ক্রিপ্ট পড়ার কথাও। এখানেই শেষ নয়, ওই পাতারই তিন নম্বর পয়েন্টে লেখা রয়েছে ‘নো স্মোকিং’। তার উপরে লাল কালিতে টিক মার্ক। সুতরাং ধারণা করা যায়, ২০১৮ নাগাদ সিগারেট ছাড়তে চেয়েছিলেন সুশান্ত।

বাইউস্টে ‘বিজনেস উইক’এর জমকালো আয়োজন
  • ০৮ জানুয়ারি ২০২৬
এসআই ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
ভিপি কোনো পদ নয়, এটি আমানত: জকসু ভিপি রিয়াজুল
  • ০৮ জানুয়ারি ২০২৬
ঢাকাকে হারিয়ে তিনে উঠল সিলেট
  • ০৮ জানুয়ারি ২০২৬
সাকিবের ‘টোটকা’ কাজে লাগিয়ে সফল ওয়াসিম
  • ০৮ জানুয়ারি ২০২৬