সুশান্ত-রিয়ার লিভ টুগেদার, অন্তরঙ্গ মুহূর্তের অসংখ্য প্রমাণ পুলিশের হাতে

১৯ জুন ২০২০, ০৫:২৭ PM

© ফাইল ফটো

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার নতুন মোড় নিয়েছে! বান্দ্রা পুলিশ স্টেশনে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে বৃহস্পতিবার (১৮ জুন) প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালানোর পর পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর কিছু তথ্য। মুম্বাইয়ের পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদ রিয়া স্বীকার করেছেন, সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। এ বছরের শেষের দিকে সুশান্ত এবং রিয়ার বিয়ের খবর, একেবারেই মিথ্যে নয়, সত্যি! সে জন্য চলছিল বাড়ি খোঁজাও।

শুধু সম্পর্কেই নয়, লিভ টুগেদারে ছিলেন তাঁরা। লকডাউনের একটা দীর্ঘ সময় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে একসঙ্গে ছিলেন রিয়া-সুশান্ত। কিন্তু সুশান্তের মৃত্যুর দিন কয়েক আগে আচমকাই তাঁর সঙ্গে মনোমালিন্য হয় রিয়ার। রিয়া বেরিয়ে আসেন এবং আলাদা থাকতে শুরু করেন।

রিয়ার ফোনে দু’জনের ব্যক্তিগত মুহূর্তের অসংখ্য ছবি, টেক্সট মেসেজ পেয়েছে পুলিশ। জানা গেছে, ঝগড়া হওয়ার পরেও দু’জনের কথা হত। এমনকি মৃত্যুর আগের রাতে ঘুমোনোর আগে রিয়াকেই শেষ বার ফোন করেছিলেন সুশান্ত, জানা গিয়েছে তা-ও। তবে রিয়ার বয়ানে বারে বারেই উঠে এসেছে সুশান্তের আচরণগত পরিবর্তনের কথা।

রিয়া পুলিশকে প্রমাণ দিয়েছেন, কীভাবে ব্যবহার বদলে যাচ্ছিল সুশান্তের। অবসাদ কাটানোর চিকিৎসাও চলছিল তাঁর। রিয়া বারবার অনুরোধ করলেও ওষুধ খেতে চাইতেন না সুশান্ত। এর আগে একই কথা জানিয়েছিলেন রিয়ার ঘনিষ্ঠ বন্ধু, লেখিকা সুহৃতা সেনগুপ্তও। তিনি বলেছিলেন, রিয়া এবং সুশান্তের দিদি অভিনেতাকে ওষুধ খাওয়ার জন্য অনুরোধ করে গেলেও, তা শোনেননি তিনি।  

সুশান্তের মৃত্যুর পর থেকেই সমানে উঠে আসছিল তাঁর পর পর নতুন ছবি হাতে না থাকার প্রসঙ্গ। কিন্তু রিয়ার বর্ণনায় জানা গেছে, অভিনেতার হাতে কাজ ছিল না, এমনটা নয়।  সুশান্তের সঙ্গে তাঁর নিজেরই অন্তত দু’টি ছবি করার কথা ছিল। যা শেষ হতে হতে লেগে যেত পরের বছর। খতিয়ে দেখা হচ্ছে রিয়া এবং সুশান্তের যাবতীয় হোয়াটসঅ্যাপ চ্যাট, কলরেকর্ডও।

গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ সাদা পোশাকে, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে বান্দ্রা থানায় আসেন রিয়া। ক্লান্ত, বিধ্বস্ত রিয়াকে থানা থেকে বেরতে দেখা যায় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ। ধারণা করা হচ্ছিল, সুশান্তের মৃত্যু রহস্যের জট খুলতে পারে রিয়ার সঙ্গে পুলিশের কথোপকথনের পরেই। রিয়ার বয়ান প্রকাশ্যে আসতেই রহস্যের জট খোলার ইঙ্গিত ক্রমশ গাঢ় হচ্ছে। 

গত ১৪ জুন সুশান্তের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। কিন্তু এই একটি মৃত্যুই যেন আচমকাই নাড়িয়ে দিয়েছে বলিউডের আজন্মলালিত স্বজনপোষণ প্রথাকে। সামনে এনে রেখে দিয়েছে বেশ কিছু আড়ালে থেকে যাওয়া সত্যিকে। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

চট্টগ্রামে বিএনপির সমাবেশে ধানের তৈরি জামা পরে এলেন দুই কৃষক
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৭, চলছে আবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, অপহৃত চালক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ব্যাবহারিক ও লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন নাজমুল ইসলাম
  • ২৫ জানুয়ারি ২০২৬