জুব্বা গায়ে ‘দরবেশ বেশে’ আদালতে হাজী সেলিম, ‘ভিআইপি চোর’ স্লোগান জনতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪১ PM
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত কয়েকজন তাকে ‘ভিআইপি চোর’ বলে স্লোগান দিতে থাকেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ৩ মিনিটে আদালতের হাজতখানা থেকে হাজী সেলিমকে পিছমোড়া করে হাতকড়া পড়িয়ে আদালতের উদ্দেশ্যে নেওয়া হয়। এ সময় তার চোখে ছিল চশমা, মুখভর্তি সাদা দাঁড়ি আর মাথায় ছিল লম্বা চুল। আদালতে তোলার আগে সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে বলা হলে পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।
শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হাজী সেলিমকে ভূমি দস্যু আখ্যা দিয়ে বলেন, হাজী সেলিমের স্বপরিবারে ছিল ভূমি দস্যু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিসহ পুরান ঢাকার অনেক জায়গা তারা দখল করেছে। এই দস্যু হাজী সেলিমের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।
পরে তাকে দোকান ও ভূমি দখলের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে বাদীপক্ষ। আসামিপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আসামিকে গ্রেফতার দেখান আদালত।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা ভুক্তভোগী মনিরুল ইসলাম আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় ২০২০ সালের আগস্টে বাদীর মালিকানাধীন ‘দীন এন্ড সন্স’ ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাংচুর করে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগ আনা হয়।