বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমার এই সফলতা—বুয়েটে প্রথম আসীর

আসীর আনজুম খান
আসীর আনজুম খান  © ফাইল ছবি

আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কাজ করেছে আমার বড় ভাই আসীর ইনতেসার খানের। তিনি সব সময় আমাকে গাইড করেছেন। আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বাবা-মা তো সব সময় ছায়ার মতো ছিলেনই। তবে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন বড় ভাইয়া।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার অনুভূতি প্রকাশকালে এসব কথা বলেন আসীর আনজুম খান। 

তিনি বলেন, আমার বড় ভাইয়ের নাম আসীর ইনতেসার খান। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গ্রাজুয়েশন শেষে কিছুদিন বুয়েটে শিক্ষকতাও করেছেন। তিনি বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন। তার অনুপ্রেরণাতেই আজ আমার এই সাফল্য।

আরও পড়ুন: ‘তুই বুয়েটে যাস না, প্রয়োজনে রাজশাহী-খুলনাতে পড়’

তিনি আরও জানান, আমি নটরডেম কলেজের গ্রুপ-৬ এর শিক্ষার্থী ছিলাম। সত্যি কথা বলতে কলেজে স্যাররা যেভাবে আমাদের বিষয়ভিত্তিক পড়াতেন এরপর আর বাইরে কোথায় পড়ার দরকার হয়নি। স্যাররা খুব আন্তরিকতার সাথে আমাদের পড়াতেন। এটা খুব ভালো দিক ছিল।


সর্বশেষ সংবাদ