সভা শেষে ফেরার পথে যুবদলের ৩ কর্মীকে কুপিয়ে আহত

  © টিডিসি ফটো

ফেনীর সোনাগাজী উপজেলায় কৃষক দলের সভাশেষে বাড়ি ফেরার পথে যুবদলের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সোনগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের মাদ্রাসা পাড়া এলাকার যুবদল কর্মী জামাল উদ্দিন খোকন (৩৪), যুবদল কর্মী মোহাম্মদ আবদুল্লাহ টিটু (৪৩), মো. রুবেল (৪০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় কৃষক দলের প্রস্তুতি সভা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একদল দূর্বৃত্ত তাদের ওপর হামলা করে। হামলায় অন্তত তিনজন যুবদল কর্মী আহত হন। তাদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত যুবদল কর্মী জামাল উদ্দিন খোকনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যুবদল কর্মী মোহাম্মদ আবদুল্লাহ্ টিটু বলেন, আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরছিলাম। পথে একদল অজ্ঞাত সন্ত্রাসীদল আমাদের পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার আগে তারা এলোপাতাড়ি কুপিয়ে আমাদের জখম করে। হামলাকারীদের মধ্যে, ভোলা ওরপে ভোলন ও ইস্রাফিলকে চিনতে পারলেও বাকীদের চিনতে পারিনি। 

আহত আরেক যুবদলকর্মী জামাল উদ্দিন বলেন, মাদক কারবার ও ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আন্তজেলা ডাকাত দলের সদস্য ভোলন ডাকাত, ইসরাফিল ডাকাতসহ ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা করেছে।

এ ব্যাপারে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত। যতদূর জেনেছি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জামাল উদ্দিনসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন। এটি কোনো রাজনৈতিক হামলা নয়।

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা বলেন, আহতরা যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনা জেনে হাসপাতালে ছুটে এসেছি। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন জানান, আহতদের মধ্যে একজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন জানান, পুরাতন সওদাগর হাট এলাকায় হামলায় দুই যুবদল কর্মী আহত হওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence