ঘুষ নেয়ার অভিযোগে বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

১২ নভেম্বর ২০২৩, ০৮:৪১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
উজানগাঁও মনাষ উচ্চ বিদ্যালয়

উজানগাঁও মনাষ উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে উজানগাঁও মনাষ উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা দ্বিতীয়বারের মতো স্থগিত করেছে কর্তৃপক্ষ। রোববার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে জেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৯ নভেম্বর স্কুলের পাঁচ পদে নিয়োগে ব্যাপক বাণিজ্যের অভিযোগ তুলে এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

উপজেলার নয়ন মিয়া ও সন্ধ্যা রানী নামে দুইজন ওই অভিযোগ দেন।অভিযোগটি আমলে নিয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ৫-৬ মাস আগেও এই স্কুলে ওই পাঁচ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সেসময় চাকরি প্রার্থীদের কাছে থেকে ঘুষ নেওয়ার অভিযোগে স্থানীয় এক ব্যক্তি মামলা করার পর নিয়োগ স্থগিত করা হয়। 

পরে অভিযোগের তদন্ত শেষে ১০ অক্টোবর আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কিন্তু আগের মতো এবারও নিয়োগের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে।  ফলে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করে পূনরায় তদন্ত শুরু করেছেন কর্তৃপক্ষ।

স্কুল সূত্রে জানা গেছে, উজানগাঁও মনাষ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, পরিচ্ছন্নতাকর্মী, আয়া ও নিরাপত্তা প্রহরীসহ পাঁচ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ১০ অক্টোবর। আজ রোববার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি চাকরি প্রার্থীদের কাছ থেকে অগ্রীম ঘুষ নিয়ে অসদুপায়ে নিয়োগের চেষ্টা করছেন।  তারা ঘুষ নিয়ে পছন্দের লোকজনকে প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় উত্তীর্ণ করানোর পরিকল্পনা ঠিক করে রেখেছেন।

ঘুষ নিয়ে প্রার্থীদের সাথে দরদামের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। তাই নিয়োগ কার্যক্রমে নিরাপদ প্রশ্নপত্র প্রণয়ন ও নিরাপদ সংরক্ষণ করাসহ যথাযথ সুষ্ঠু পরীক্ষার মাধ্য্যমে মেধা-ভিত্তিক স্বচ্ছ নিয়োগের আহ্বান জানান দুই ব্যক্তি।

এ বিষয়ে দুই ব্যক্তির লিখিত অভিযোগের পর কর্তৃপক্ষ ফের পরীক্ষা স্থগিত করেছেন। উপজেলার বাউসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. ছাত্তার বলেন,  যাদের নিয়োগ দেওয়া হবে তাদের কাছ থেকে অগ্রীম টাকা নিয়ে সিলেক্ট করে রাখা হয়েছে। এ বিষয়টা এলাকার সবাই জানে। ৫-৬ মাস আগেও একবার ওই পদগুলোতে  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তখনও অগ্রীম ঘুষ নেওয়ার অভিযোগে পরীক্ষা স্থগিত হয়েছিল।

জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল আমিন বলেন, পরীক্ষা স্থগিত হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। কর্মকর্তারা এখন স্কুলে আছেন পরে কথা বলব।

ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামছুল হক বলেন, পরীক্ষা স্থগিত হয়নি আমরা স্থানান্তরিত করেছি। তদন্ত চলছে পরে কথা হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর বলেন, চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়া হচ্ছে।  দুই ব্যক্তির অভিযোগের পর নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে তদন্তের জন্য উজানগাঁ মনাষ উচ্চ বিদ্যালয়ে রয়েছি।

এর আগেও একবার ওই পাঁচ পদে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ হলেও ঘুষ-দুর্নীতির অভিযোগে সেটি বাতিল করা হয়েছিল। এবারও একইরকম অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল গফুর বলেন, স্কুলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ কোন কর্মচারী নেই। নিয়োগ না হওয়ায় শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে আইটি প্রশিক্ষণ আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, আসন ১৬৫…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির
  • ১৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউতে প্রথমবারের মতো অ্যাথলেটস ডে-২০২৬ অনুষ্ঠিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদল সেক্রেটারির আনা দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন আসিফ
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ ফেলে ঠিকাদার উধাও, পাঠদান ব্যাহত
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9