ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন হাবিপ্রবির শিক্ষার্থীরা © টিডিসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ইন্টেরিম ইন্টেরিম, লজ্জা লজ্জা’; ‘হাদি ভাইকে গুলি করে, ইন্টেরিম কী করে?’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘হাদি ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই আন্দোলনের পর আমরা ভেবেছিলাম জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা ইন্টেরিম দিতে পারবে, কিন্তু ৫ আগস্টের পর তার উল্টোটাই হয়ে আসছে। যার পরিপ্রেক্ষিতেই আজকে ঢাকায় ওসমান হাদি ভাইয়ের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’
তারা আরও বলেন, ‘৫ আগস্টের আগে বিরোধীদলীয় নেতাকর্মীরা কোথায় কী করছেন তার খবর ডিজিএফআই ও এনএসআইয়ের কাছে থাকলেও ওসমান হাদি ভাইয়ের ওপর হামলার বিষয়ে তারা অবগত ছিলেন না। সেই গোয়েন্দা সংস্থার আমাদের দরকার নেই। ৫ আগস্ট সরকার পরিবর্তন হলেও তাদের প্রেত্মাত্মারা এখনো প্রশাসনে বহাল তবিয়তে আছেন। ফলেই এমন ঘটনা সংঘটিত হয়েছে বলে আমরা মনে করি।’