গবি ছাত্র সংসদের নেতাকে ক্যাম্পাসে হামলা, হাসপাতালে ভর্তি

০১ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ AM
গবি ছাত্র সংসদের নেতাকে ক্যাম্পাসে হামলা

গবি ছাত্র সংসদের নেতাকে ক্যাম্পাসে হামলা © সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কলা ও সমাজবিজ্ঞান অনুষদের কার্যনির্বাহী প্রতিনিধি মো. মেহেদী হাসান (২২) দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রবিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অতর্কিতে মারধর করা হয়।

আহত মেহেদী গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি গকসুর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য এবং মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ভুক্তভোগী মেহেদী জানান, রাতে গকসুর অভিষেক অনুষ্ঠান চলছিল। র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত হওয়ায় তিনি অনুষ্ঠানে না থাকলেও পরে ক্যাম্পাসে আসেন। টেনিস কোর্টের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় চাদর জড়ানো ও মুখোশ পরা ৭–৮ জন তাকে ঘিরে বেদম মারধর করে। কয়েক মিনিট পিটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরে আশপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্র জানায়, তার পিঠে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ডাক্তার ডা. জোবায়ের বলেন, 'তার পিঠে দুটি স্থানে ছিলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। অভ্যন্তরীণ আঘাত রয়েছে কিনা পরীক্ষা করার আগেই তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গকসুর ভিপি মৃদুল দেব বলেন, 'অভিষেক অনুষ্ঠানের শেষ সময়ে ঘটনাটি ঘটে। আহতকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাই। আমরা দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি।'

ঘটনার বিষয়ে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9