ধানমন্ডিতে মানসিক রোগীদের চিকিৎসায় সাইকিয়াট্রিক কেয়ার চালু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৬:৪১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২১, ০৬:৪১ PM
মানসিক রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য রাজধানীর ধানমন্ডিতে চালু হয়েছে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (বিপিসিএল)।
সোমবার (৩০ আগস্ট) সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ৬ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবাকেন্দ্রটি উদ্বোধন করেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম এ সোবহান, অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্যের সব সেবা পেতে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে হয়। বাংলাদেশে একই প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের বিভিন্ন মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির এ সংকট নিরসনে বিপিসিএল হচ্ছে প্রথম পরামর্শ কেন্দ্র। যা মানসিক স্বাস্থ্যের যে কোন প্রয়োজন ‘ওয়ান স্টপ’ সমাধান দিচ্ছে।
তারা আরও বলেন, বিপিসিএল বিভিন্ন মানসিক সমস্যায় বিজ্ঞানসম্মত সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা এবং পুনর্বাসন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন মানসিক সমস্যার সুনির্দিষ্ট বিজ্ঞানভিত্তিক চিকিৎসা আমাদের অঙ্গীকার। মানসিক স্বাস্থ্যসেবায় উপমহাদেশের অন্যতম রেফারেল সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বিপিসিএল এর অন্যতম লক্ষ্য।