দেশে ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৪৪

২২ জুলাই ২০২০, ০২:২৪ PM

© ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৭৫১ জন। আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৮ জনের।

আজ বুধবার (২২ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন।

এখন পর্যন্ত দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৫১ জন। একইভাবে ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৫৮ জন ও সুস্থ হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৩৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে পুরুষ ৩০ জন ও ১২ জন নারী। 

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, কেউ আতঙ্কিত হবেন না, সবাইকে সহযোগিতা করেন। প্রয়োজন মনে করলে করোনা পরীক্ষা করিয়ে নিন। যাদের বুথে যাওয়ার সুযোগ নেই, তাদের বাসায় গিয়ে পরীক্ষা করার সুযোগ। সবাই সহযোগিতা করলে করোনা মোকাবিলা সহজ হবে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজী…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাদের কথায় আমি ভীত: মির্জা আব্বাস
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে
  • ২৭ জানুয়ারি ২০২৬