করোনায় ১৫ দিনের মধ্যে এক পরিবারের ৫ সদস্যের মৃত্যু!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১২:২৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২০, ১২:২৬ PM
ভারতের ঝাড়খন্ড রাজ্যে মায়ের মৃত্যুর পর শেষযাত্রায় মরদেহ কাঁধে নিয়েছিলেন পাঁচ ছেলে। তখনও ছেলেরা জানতেন না, তাঁদের মা করোনায় আক্রান্ত। তবে শেষকৃত্যের পর বাড়ি ফিরেই জানতে পারেন, তাদের মা করোনায় আক্রান্ত ছিলেন। এর ১৫ দিনের মধ্যে একে একে পাঁচ ছেলেই করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। মায়ের মৃত্যুর মাত্র ১৫ দিনের ব্যবধানে শেষ হয়ে গেল প্রায় গোটা পরিবার।
জানা যায়, গত জুনে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল ওই পরিবার। অন্য সবার মতো ৮৮ বছর বয়সী ওই বৃদ্ধাও আতঙ্ক কাটিয়ে দিনগুলো আনন্দে কাটাচ্ছিলেন। কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হতেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
তারপর অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করায় পাঁচ ছেলে। কিন্তু কয়েকদিনের মধ্যেই মারা যান ওই বৃদ্ধা। এরপর একে একে মৃত বৃদ্ধার সব সন্তানরাই অসুস্থ হয়ে পড়েন। সবাইকেই কয়েকদিনের ব্যবধানে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু কী মর্মান্তিক! কাউকেই বাঁচানো গেল না।
মাত্র ১৫ দিনের মধ্যেই একই পরিবারের ছয় জনের মৃত্যুর ঘটনা নজিরবিহীন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।