করোনায় কোন বিভাগে মারা গেছেন কতজন

২১ জুলাই ২০২০, ০৯:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দুই হাজার ৭০৯ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ এক হাজার ৩২০ জন রয়েছেন। এরপরেই থাকা চট্টগ্রাম বিভাগে মৃত্যুবরণ করেছেন ৬৮৮ জন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি আরও জানান, এ পর্যন্ত রাজশাহী বিভাগে ১৪৯, রংপুর বিভাগে ৯১, ময়মনসিংহ বিভাগে ৫৮, বরিশাল বিভাগে ১০০, সিলেট বিভাগে ১২৫ ও খুলনা বিভাগে ১৭৮ জন মৃত্যুবরণ করেছেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে মোট দুই লাখ ১০ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১৫, খুলনার পাঁচজন, রাজশাহীর পাঁচজন ও রংপুরের একজন রয়েছেন। এরমধ্যে হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ১০ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মোট দুই হাজার ১৩৮ জন পুরুষ ও ৫৭১ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪১ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট এক লাখ ১৫ হাজার ৩৯৭ জন সুস্থ হয়েছে, সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ।

অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজী…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাদের কথায় আমি ভীত: মির্জা আব্বাস
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে
  • ২৭ জানুয়ারি ২০২৬