করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, মোট মৃত্যু ৩৭

  © সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর নাম মো. তৌহিদুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরের বিমানবন্দরে অঞ্চলের কনস্টেবল ছিলেন। তৌহিদুলের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরকের সনোষপুর গ্রামে।

আজ শুক্রবার (২৬ জুন) পুলিশ সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রাতে মারা যাওয়া তৌহিদুর স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তৌহিদুরের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা বলেন, জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে এখন পর্যন্ত পুলিশের ৩৭ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। করোনায় পুলিশের যে ৩৭ সদস্য মারা গেছেন, তাঁদের ১৩ জনই ডিএমপির।


সর্বশেষ সংবাদ