করোনাভাইরাস

আরো তিনটি নতুন উপসর্গের সন্ধান পেল সিডিসি

২৬ জুন ২০২০, ১০:৫৬ AM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসের আতঙ্কে যখন পুরো বিশ্ব থমকে। ঠিক এমন সময়ে করোনা লক্ষণ নিয়ে আবারও নতুন তথ্য দিলেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র দ্যা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সাম্প্রতি সংস্থাটি নতুন করে করোনার তিনটি লক্ষণের কথা জানিয়েছেন।

গোটা বিশ্বের নানা রোগ শনাক্ত করে তা নিয়ে নতুন নতুন গবেষণা করে এই লক্ষণগুলোর সন্ধান করে সিডিসি। করোনা ভাইরাস নিয়েও তাঁরা গবেষণাগারে চুলচেরা বিশ্লেষণ করছেন। যে বিজ্ঞানী-গবেষকরা মার্কিন সংস্থায় গবেষণা করছেন তাঁরাই সংস্থার ওয়েবসাইটে অই নতুন উপসর্গের উল্লেখ করেছেন।

নাকে সর্দি, বমি বমি ভাব ও ডায়রিয়া এই তিনটি নতুন উপসর্গের কথা জানিয়েছে সিডিসি। এর আগে জ্বর,শ্বাস কষ্ট, কফ, শুকনা কাশি, গায়ে ব্যাথা, মাথা ব্যাথা, খাবারে অরুচি, অবসাদ এই লক্ষণগুলো ছিল। সংস্থাটি খুব তাড়াতাড়ি করোনার সব লক্ষণ নিয়ে আপডেট জানানোর কথা রয়েছে।

এর আগে এপ্রিলে করোনার নতুন কিছু লক্ষণ সংযোজন করে সিডিসি। করোনার শুরুতে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের কথা অন্যতম লক্ষণ হিসেবে চলে আসছিল। ভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণ প্রকাশ পায় ২ থেকে ১৪ দিনের মধ্যে। যাদের হার্টের সমস্যা বা ডায়বেটিস রয়েছে তাদের ঝুঁকির মাত্রাও বেশি।

এছাড়াও সংস্থাটি জানায়, করোনার নতুন এই লক্ষণগুলোর দেখা দিলে যেন জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করেন।

স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইসিসির ফোনে সাড়া দেয়নি পাকিস্তান, শেষ মুহূর্তের নাটক চরমে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬