ডেক্সামেথাসোন কীভাবে করোনা মোকাবেলা করে?

১৮ জুন ২০২০, ০১:৫০ PM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের কবলে সারাবিশ্ব। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দিনরাত গবেষণা করেও এখন পর্যন্ত এই ভাইরাসটির কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। সেখানে আশার আলো দেখাচ্ছে ডেক্সামেথাসোন। এখন পর্যন্ত কোভিড-১৯ রোগীদের জন্য ডেক্সামেথাসোন নামে প্রদাহনাশক এক ওষুধকে দারুণ কার্যকর বলা হচ্ছে।

এছাড়াও সাম্প্রতি ব্রিটেনে পরিচালিত এক ট্রায়ালে দেখা গেছে এই ওষুধটি জীবনরক্ষায় কার্যকর।

এটি কীভাবে কাজ করে

ওষুধটি মূলত দু’ভাবে কাজ করে। প্রথমত, শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশানের বিরুদ্ধে কাজ করে। এই অতিরিক্ত প্রদাহের জন্যে কোভিড-১৯’ এ সিরিয়াস পর্যায়টি হয়। দ্বিতীয়ত, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়েও ওষুধটি কাজ করে।

অর্থাৎ ডেক্সামেথাসোন একটি স্টেরয়েড। শরীরে প্রদাহনাশক হরমোনের উৎপাদন বাড়িয়ে দিয়ে এটি ব্যথা কমাতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শ্লথ করার মাধ্যমে কাজ করে এই ওষুধ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, তখন প্রদাহ তৈরি হয়। মাঝে মাঝে এই লড়াই তীব্র হয়ে ওঠে এবং তার প্রতিক্রিয়া হিসেবে শরীরের কোষগুলো আক্রমণের শিকার হয়। ফলাফল হিসেবে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে।

ডেক্সামেথাসোন এই প্রতিক্রিয়াকে প্রশমন করে। এই ওষুধ শুধু তাদের জন্যই যথাযথ, যারা হাসপাতালে ভর্তি এবং কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণ করছেন কিংবা ভেন্টিলেশনে রয়েছেন অর্থাৎ সবচেয়ে বেশি অসুস্থ যারা। যাদের মৃদু উপসর্গ রয়েছে তাদের জন্য এই ওষুধ কার্যকর নয়।

এছাড়াও যে বিজ্ঞানীরা এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্ত ছিলেন, তারা বলছেন যে ভেন্টিলেশনে থাকা প্রতি তিন জনের মধ্যে এক জনের মৃত্যু ঠেকাতে সক্ষম এই ওষুধ। যেসব রোগী কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে বেঁচে আছেন, তাদের প্রতি পাঁচ জনের মধ্যে এক জনের মৃত্যু ঠেকাতে সক্ষম। যারা রেসপেরেটরি সাপোর্ট অর্থাৎ কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সুবিধা নেওয়ার পর্যায়ে যাননি, তাদের ক্ষেত্রে এই ওষুধের সুস্পষ্ট কোন সুফল পাওয়া যায়নি।

জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
কারিগরির ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিকেএসপিতে চাকরি, পদ ৮টি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধার প্রদানের অভি…
  • ২৯ জানুয়ারি ২০২৬