নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও তাঁর স্ত্রী।
বৃহস্পতিবার (১৮ জুন) ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় মোখলেছুর রহমান জানান, গতকাল বুধবার রাতে রানা দাশগুপ্ত ও তাঁর ন্ত্রীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি (রানা দাশগুপ্ত) এখন শারীরিকভাবে দুর্বল। তাঁকে চট্টগ্রামের জিইসি মেডিক্যাল সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। রানা দাশগুপ্তর স্ত্রী একটি ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার।