© সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মুজিবুর রহমান মারা গেছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, ‘মুজিবুর রহমান কয়েকদিন আগে কোভিড-১৯ আক্রান্ত হন। আগে অন্য একটি হাসপাতালে ছিলেন তিনি। তবে অবস্থা খারাপ হলে সিএমএইচের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে।’
মেডিসিন বিশেষজ্ঞ মুজিবুর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর সাভারের এনাম মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন।
দেশে গতকাল পর্যন্ত দেশে ৯০ হাজার ৬১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক হাজার ২০৯ জনের। বিএমএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চিকিৎসক, নার্সসহ তিন হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। পাঁচ জন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।