করোনার উপসর্গ নিয়ে আরও এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৫ জুন ২০২০, ১১:৫২ AM

© প্রতীকী ছবি

পাবনা জেনারলে হাসপাতালে করোনা উপর্সগ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নামে আরও এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। উৎপল কুমার সরকার (৫০) নামের ওই ব্যাংক কর্মকর্তা পাবনা শহরের শালগাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।

হাসপাতালের চিকিৎসক সালহে মুহাম্মাদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৪ জুন) করোনা উপর্সগ নিয়ে উৎপল সরকার পাবনা জেনারেল হাসপাতালে র্ভতি হন। রাতেই মারা যান তিনি। পরে তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়।

এদিকে জেলায় ২৪ ঘন্টায় ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ সাকিরুল ইসলাম রনিও (৪০) রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৪ ঘন্টায় পাবনার ৯০টি নমুনা রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের পজিটিভ শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে পাবনা সদরের ১০ জন এবং চাটমোহর উপজেলার একজন রয়েছেন। করোনায় এ পর্যন্ত পাবনায় দু‘জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন আট জন।

ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে কিটো ডায়েট: নতুন গবেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে
  • ২৯ জানুয়ারি ২০২৬