ফৌজিয়া সন্তান জন্ম দিলেন, কোলে নিলেন এবং চলে গেলেন

২৬ এপ্রিল ২০২০, ১২:০৭ PM

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সন্তান জন্ম দেওয়ার ৬ দিনের মাথায় মারা গেছেন ফৌজিয়া হানিফ নামের একজন নারী। যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন করোনায় হার মানেন তিনি। মারা যাওয়ার আগে নিজের সন্তানকে অল্প কিছু সময়ের জন্য কাছে নেওয়ার সুযোগ পান তিনি।

জানা গেছে, ২৯তম জন্মদিন পালনের পর করোনায় আক্রান্ত হন ফৌজিয়া হানিফ। এপ্রিলের ২ তারিখ তার সন্তান আয়ানের জন্ম হয়। এর ৬ দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয় ফৌজিয়া।

তার স্বামী ওয়াজেদ আলী জানান, সন্তানকে কোলে নেওয়ার পর একটা ছবি তোলা হয়েছিল সে ছবিটি প্রিন্ট করে নার্স তার হাতে দেওয়ার পর খুব খুশি হয়েছেল ফৌজিয়া। শেষবারের মত ছবিটি দেখিয়ে সে আমাকে বলেছিল দেখো আমাদের সন্তান, আমি খুব দ্রুত বাড়ি ফিরে আসব। এরপর তার শরীরের দ্রুত অবনতি ঘটলে তাকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়।

তার মৃত্যুর আগে হাসপাতাল থেকে ফোন দিয়ে ভেন্টলেটর খুলে ফেলার কথা বলা হয়। সেসময় আমি বলি না। ফৌজিয়া যুদ্ধ করে হলেও বেঁচে থাকবে আমাদের আসার জন্য অপেক্ষা করুন। কিন্তু এই সময়ের মধ্যেই না ফেরার দেশে চলে যায় সে। তবে আশার বিষয় হলো নবজাতক সন্তান আয়ানের শরীরে করোনার কোন জীবাণু পাওয়া যায়নি।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬