অনুমোদন পেলে দিনে ১০ হাজার করোনার কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৮:২৭ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২০, ০৮:২৭ PM
প্রথম দফায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ায় করোনাভাইরাস পরীক্ষার কিট দিতে পারেনি গণস্বাস্থ্য কেন্দ্র। তবে এবার সব সমস্যার সমাধান করে আগামী শনিবার সরকারকে কিট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, কোভিড-১৯ শনাক্তকরণের কিট অনুমোদনের জন্য ২৫ এপ্রিল (শনিবার) সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। এর অনুমোদন পেলে প্রতিদিন ১০ হাজার করোনা পরীক্ষার কিট সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘বৈদ্যুতিক বিপর্যয়ের পর কিটের প্রথম ব্যাচের পুরোটাই নষ্ট হয়ে যায়। নিজস্ব জেনারেটর চালু হতে আধা মিনিট সময় লাগায় নষ্ট হয়ে যায় কিটগুলো। একারণে পিছিয়ে আসতে হয়।’
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন সব ঠিক হয়ে গেছে। আগামী ২৫ এপ্রিল সকাল ১১টায় কিটগুলো হস্তান্তর করবো। সরকারের অনুমোদন পেলে দু’একদিনের মধ্যেই কিট সরবরাহ শুরু করা যাবে।’ প্রতিদিন ১০ হাজার করে কিট সরবরাহ করা হবে। এসময় পল্লীবিদ্যুৎ চেয়ারম্যান নিজে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি দেখছেন বলেও তিনি জানান তিনি। পাশাপাশি শুল্ক বিভাগ ছুটির দিনেও জরুরি কাঁচামাল ছাড় করে সহায়তা করেছেন।
এর আগে ১১ এপ্রিল কিট হস্তান্তরের কথা জানানো হলেও বিদ্যুৎ বিপর্যয়ে কিটের পুরো ব্যাচ নষ্ট হয়ে যায়। ফলে ঘোষিত সময়ে কিট সরবরাহের ঘোষণা থেকে পিছিয়ে আসতে হয়। কোভিড-১৯ ডট ব্লট প্রজেক্টের আওতায় প্রথম দফায় এক লাখ কিট উৎপাদন করবে গণস্বাস্থ্য কেন্দ্র।
বিজ্ঞানী বিজন কুমার শীল ও তার দল কিটটি উৎপাদনের চেষ্টা করছেন। এর মাধ্যমে ১৫ মিনিটে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে।